‘রাজনীতিকেরা পলিসি নির্ধারণ করেন, বাস্তবায়ন করেন আমলারা’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন—বর্তমান সরকার আমলা নির্ভর নয়, রাজনীতিকেরাই সব সিদ্ধান্ত গ্রহণ করেন, আর বাস্তবায়ন করেন আমলারা।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ বুধবার দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সব পলিসিরই মূল ব্যক্তি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা)। আমলারা পলিসি করেন না। পলিসি নির্ধারণ করেন রাজনীতিকেরা, সেটার বাস্তবায়ন করেন আমরালা। এ সরকার আমলা নির্ভর নয়। এ সরকার গণমুখী ও জনস্বার্থ নির্ভর সরকার।’
এ ছাড়া ওবায়দুল কাদের পরপর চার বার পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা কোনো ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখার তাগিদ দেন। পদ্মাসেতু নিয়ে শুরু থেকেই নানা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী জানতে চান, পিলারে ধাক্কা তারই ধারাবাহিকতা কি না?