স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিশু একাডেমীর সভাকক্ষে আলোচনা সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড. আদিবা আনজুম মিতা উপস্থিত থেকে ৪৩ টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বিতরণ করেন।
এ সময় রাজশাহী জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সালা উদ্দিন আল ওয়াদুদ, সহকারী কমিশনার সাকিব হাসান খান ও এ্যাড. শিখা সহ অনেকে উপস্থিত ছিলেন।