রাজশাহী প্রতিনিধি: জ্বর ও শ্বাসকষ্ট’ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মৃত্যুর সময় করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে চিকিৎসকরা বলছেন, ওই যুবক করোনায় আক্রান্ত নন; তিনি হাঁপানির রোগী ছিলেন।
মৃত ওই রোগীর বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামে। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বিকেল পাঁচটার দিকে যুবককে এ হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
তিনি জানান, করোনাভাইরাস আতঙ্কে স্বজনরা তাকে হাসপাতালে আনেন। তবে তার করোনাভাইরাস সংক্রমিত কোভিড-নাইনটিন রোগে আক্রান্ত ছিলেন না। তিনি হাঁপানির রোগী; সাথে জ্বর হয়েছিল।
বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে বা সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাসও ছিল না এই যুবকের বলে জানান এ চিকিৎসক। রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।