রাজশাহীতে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালিত

৪৩১
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ-এর ৪৬ তম বার্ষিকী পালিত হয়েছে।  সোমবার (১৬ মে) বেলা সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর  লালন শাহ মঞ্চে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
জনসভায় সভাপত্বিত করেন ফারাক্কা লং মার্চ উদযাপন কমিটির আহবায়ক সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব সিদ্দিকি।
বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ সংগহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ কায়সার, প্রকৌশলী ম ইনামুল হক, রাস্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক ও ৭ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন  ডা. জাফরুল্লাহ চৌধুরী। মিছিল শেষে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পরিদর্শন করা হয়।

Comments are closed.