রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

২৪০

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দিজেন্দ্রনাথ দাস (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। তিনি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুই দিন আগে হাসপাতালে এসে ভর্তি হন। বর্তমানে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনার শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

Comments are closed.