স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১১০ লিটার দেশীয় চোলাইমদ-সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, এস.আই মোঃ সালেকুর রহমান ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চন্দ্রিমা থানার পাইকপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় চোলাইমদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫টায় বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি আজিজুল, খাদেমুল ও রুবেলকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Comments are closed.