রাজশাহীতে ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯৯

রাজশাহী প্রতিনিধি: ঐক্য-সংগ্রাম-গৌরব-ঐতিহ্য এবং সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের প্রগতিশীল যোদ্ধা ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্র মৈত্রী’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮০ সালের এ দিনে বহুধাবিভক্ত প্রগতিশীল ছাত্র আন্দোলনের চারটি সংগঠনের ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতিষ্ঠালাভ করে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

এদিকে নানা আয়োজনে ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর শাখা। সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন ছাত্রমৈত্রীর সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে একটি র‌্যালি বের করা হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত র‌্যালিটি জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, ছাত্রমৈত্রীর সাবেক নেতা সেলিম মনোয়ার, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, সাঈদ চৌধুরী, সীতানাথ বণিক, শামীম ইমতিয়াজ সুমন, আলমগীর হোসেন, তৌহিদ উদ্দীন, শারমনি আক্তার, বীমান চক্রবর্তী, সম্রাট রায়হান, রুবেল আলী, শহিদ সানির বাবা মোধ নান্নু, মহানগর ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাকিব আল হাসান, গালিব হোসেন, রাজপাড়া থানার নেতা ইফতিক হাসান, বোয়ালিয়া থানার সভাপতি অমিত সরকার প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান। সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

সমাবেশ থেকে বিজ্ঞানভিত্তিক ও একমুখী শিক্ষা ব্যবস্থার দাবি করে ছাত্রমৈত্রীর নেতারা বলেন, ছাত্র রাজনীতির নৈতিক আদর্শে অবিচল বাংলাদেশ ছাত্রমৈত্রী এখনও জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কায়েমের লড়াই করে যাচ্ছে। সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা, ঘুষ, দূর্নীতি ও নৈরাজ্য রুখে দিতে আমরা মাঠে আছি। জননেতা ফজলে হোসেন বাদশার হাত ধরে ছাত্রমৈত্রী যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে যেকোন ত্যাগ শিকারে আমরা সবসময় প্রস্তুত।

Comments are closed.