রাজশাহীতে ছাত্র শিবিরের সভাপতি ও ২ শিবির কর্মীসহ আটক ৫১

0 ৯৬২

রাজশাহী অফিস : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে রাজশাহী মেডিক্যাল কলেজের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও দুইজন শিবির কর্মীসহ মোট ৫১ জনকে আটক করা হয়েছে।
মহানগর পুলিশের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১৫ জন, শাহমখদুম থানা ৯ জন, ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদক ব্যবসায়ী, রাজনৈতিক আটক ৩ জন ও অন্যান্য অপরাধে ২১ জন গ্রেফতার করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশ মোঃ আনোয়ার হোসেন মিঠু (২৭) কে ১১ পিচ ইয়াবাসহ আটক করে, মোঃ রয়েল (৩৩) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ রহিদ (৩৯) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে, মোঃ আব্দুল্লাহ (৫২) কে ২০০ গ্রাম গাজাসহ আটক করে। এছাড়া মতিহার থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ডাশমারী এলাকা হতে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আলো (৪৫) কে আটক করে। উল্লেখ্য আলো পুলিশের উপর আঘাত সংক্রান্ত মামলার পলাতক আসামী। এছাড়া তার নামে একাধিক মাদক ও চোরাচালানের মামলা রয়েছে। শাহমখদুম থানা পুলিশ মোঃ আব্দুস সালাম দিলু (৪৫), তানভীর আহম্মেদ সোহাগ (২২) দ্বয়কে ৬ লিটার চোলাই মদসহ আটক করে। মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম (২৬), মোঃ রেজাউল করিম কামাল (২৮) নামক শিবির কর্মীদ্বয়কে মতিহার থানাধীন মহনপুর এলাকায় হতে গ্রেফতার করে এবং  ডিবি আরএমপি সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিতিত্তে নগরীর হেতেমখাঁ এলাকা হতে রাজশাহী মেডিক্যাল কলেজ এর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শিমন হোসেন (২৪) কে আটক করে। আটককৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.