রাজশাহী ব্যুরো: ‘পথ চলতে আঠারো যায় না থেমে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নতুন ধারার দৈনিক ‘আমাদের সময়’ এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বোয়ালিয়া) মো. তৌহিদুল আরিফ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস স্বাধীন ফিরোজ, সিল্কসিটি প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাডভোকেট মো. আরমান আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম, দৈনিক আমাদের সময় এর রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল প্রমুখ।
Comments are closed.