রাজশাহী প্রতিনিধি: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর জাতীয় পার্টি। বুধবার (২৩ মার্চ) নগরীর জিরো পয়েন্টে মানববন্ধন সমাবেশে জাতীয় পার্টি ও দলের সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন সমাবেশে অংশ নিয়ে প্রধান বক্তার বক্তব্যে ড. আবু ইউসুফ সেলিম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে যে, সাধারণ খেটে খাওয়া মানুষসহ নি¤œ মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে।
মানুষ এখন ওই টিসিবির ২ লিটার তেল, ডাল ও চিনির জন্য কাজ ফেলে রেখে হুমড়ি খেয়ে দৌড়াচ্ছে। রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক করা না হলে জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধন সমাবেশের সভাপতিত্ব করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম স্বপন, পরিচালোনা করেন ইকবাল হোসেন সদস্য সচিব জাতীয় পার্টি রাজশাহী জেলা শাখা, রাজশাহী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অশোক কুমার রাজ, ওয়াসির রহমান দোলোন, সালাউদ্দিন মিন্টু, সাহাবুদ্দিন, এশাদুল ইসলাম, আব্দুর রহমান খান লাভলু, আব্দুল সালাম খান, আশরাফ আলী, শফিকুল ইসলাম, সাঈদ মিন্টু, রায়হান আলী, রমজান আলী, জাহাঙ্গীর, সিমিত নাহার হিমেল, আকত্তারুল জামান, এস কে তুষার, শাওন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক পর্যায়ে না আসলে জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। রমজান মাস বিবেচনা করে ভর্তুকি দিয়ে হলেও দাম কমাতে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
Comments are closed.