স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৮ দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় আরইউজে কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দীপ আজাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।
দাবীগুলো হল-গণমাধ্যমকর্মী আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতন-ভাতা ও বেকয়া পরিশোধ সহ ৮ দফা দাবি তুলে ধরেন।
Comments are closed.