রাজশাহীতে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬৬

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি হিসেবে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের কর্মশালা  মঙ্গলবার (১৫ মার্চ) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের বর্তমান অবস্থা তুলে ধরে অংশগ্রহণকারীদের। কাছ থেকে মতামত চাওয়া হয়। অংশগ্রহণকারীরা বিদ্যমান পর্যটন কেন্দ্রের পাশাপাশি সম্ভবনাময় নতুন অনেক পর্যটন কেন্দ্রকে পর্যটন মহাপরিকল্পনায় অন্তর্ভূক্তির জন্য সুপারিশ করেন।

পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রধানসহ রাজশাহী বিভাগের প্রত্যেক জেলার জেলা প্রশাসনের প্রতিনিধি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশ নেন।

Comments are closed.