রাজশাহীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ১

0 ১৪৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ করার ঘটনায় মোঃ নাজিম আলী (৪০) কে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। আটককৃত আসামী রাজশাহী মহানগরীর পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার মোঃ মান্নানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার চৌবাড়ীয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক শারীরিক প্রতিবন্ধী তরুণী গত রবিবার (১৪ মে) সকাল ৬টায় পবা থানার নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে তার পিতা-মাতা আশপাশ খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তাঁরা রাতেই পবা থানায় একটি নিখোঁজ ডিজি করেন।

পরের দিন সোমবার (১৫ মে) সকাল ৬টা ১৫ টায় ভ্যানচালক জেকের আলী (৫৫) ওই তরুণীকে চৌবাড়িয়া এলাকায় কান্নারত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে এসে শরীরিক প্রতিবন্ধী তরুণী তার বাবা-মাকে জানায়, গতকাল সকালে প্রাইভেট শেষে দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলো।

এসময় আসামি নাজিম তাকে বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে অপহরণ করে। এরপর তাকে ভ্যানে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ওই দিন সন্ধ্যা ৭টায় পবা থানাধীন চৌবাড়িয়া এলাকায় ভুট্টা ক্ষেতের ভিতরে ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভ্ট্টুা ক্ষেতে রেখে নাজিম পালিয়ে যায়।

প্রতিবন্ধী ওই তরুণীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম) মোঃ নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের নেতৃত্বে পবা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজ, এসআই মোঃ শামীম হোসেন ও টিম আসামি আটকের অভিযান শুরু করেন।

গত সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি নাজিমকে তার বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.