
আলোচনা সভায় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। জেলা প্রশাসক মো: শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার মো: আনিসুর রহমান, অতিরিক্ত ডিআইজি রশিদুল হাসান, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ অলীউল আলম বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরে আলোচনা করেন। তাঁরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বিশ্বশান্তি আমার জীবনের মূলনীতি।’ তিনি স্পষ্ট করে উচ্চারণ করেনÑ ‘পৃথিবী দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত; আমি শোষিতের পক্ষে।’ তিনি দেশ বা বিদেশ যেখানেই মানবাধিকারের লঙ্ঘন দেখতেন, মানুষের ন্যায্য স্বাধীনতা খর্ব হওয়ার সংবাদ পেতেন; সেখানেই প্রতিবাদ করতেন।
তাঁরা বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের বন্ধু ছিলেন না, তিনি ছিলেন বিশে^র বন্ধু। তিনি নিজের জীবন নিয়ে কখনোও ভাবতেন না। বঙ্গবন্ধু সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের কথাই ভাবতেন। আগামী প্রজন্মকে তাই জানাতে হবে বঙ্গবন্ধুর আদর্শের কথা। তাঁর সারা জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে তাঁকে জুলিও-কুরি পদক প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও-কুরি পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।