নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আনন্দঘন পরিবেশে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর মাস্টার সেফ রেষ্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি বের হওয়ার পরপরই পাঠকপ্রিয়তা অর্জন করে। পত্রিকাটির আকর্ষণীয় পৃষ্ঠসজ্জার কারণে অল্প সময়ের মধ্যে পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দেশের উন্নয়ন খবরের প্রকাশের পাশাপাশি সরকারকে সর্তক করতে ভুলক্রটি যতœসহকারে তুলে ধরে।
মেয়র আরো বলেন, রাজশাহীর সাংবাদিকরা সকলে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করে যাবেন বলে আশা করি। সাংবাদিকদের কল্যানে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, রাবি প্রক্টোর অধ্যাপক লুৎফর রহমান, রাবি শিক্ষক অধ্যাপক হাছানাত আলী, অধ্যাপক মিজানুর রহমান, সাজ্জাদ বকুল, রাজশাহী কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, উত্তরা প্রতিদিনের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বাবলু, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশিদ, ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিব খান সহ বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিথিদের স্বাগত জানান রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুর।