স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৬ টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোট জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।
নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষন ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেন।বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলা সমন্বয়কারী এনামুল হকসহ নেতারা বক্তব্য রাখেন।
তারা বলেন, একদিকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করায় সাধারণ জনগণের জীবন দুর্বিষহ। অন্যদিকে আমলা ও ক্ষমতাসীনরা দেশের টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে। সরকার অপরাধীদের শাস্তির আওতায় আনা দূরের থাক, তাদের ব্যাপারে খোঁজও নিচ্ছে না।
Comments are closed.