রাজশাহী অফিস : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শাহমখদুম থানাধীন হামিদপুর নওদাপাড়া পাইলট হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শনিবার বেলা ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কালের কন্ঠের সাংবাদিক মোঃ রফিকুল আলম, এডিসি (সদর) মোছাঃ শিরিন আক্তার জাহান, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ, প্রধান শিক্ষকসহ চারশতাধিক ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতাকে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের কাজ করার পরামর্শ দেন। মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি, গান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম এ উদ্যোগ গ্রহণ করেছেন। পরবর্তীতে আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post