রাজশাহীতে রেলওয়ে কর্মচারি খুন

২৫৮

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সোহেল রানা (৩৩) নামের এক কর্মচারি খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বেলদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সোহেল ওয়েম্যান পদে কর্মরত ছিলেন। সোহেল রাজশাহীর রেলওয়ে কলোনীর আবদুল করিমের পুত্র।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, রাজশাহী নগরীতে রেল কর্মচারি যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ওই যুবককে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর আহতের নাম ফারুক হোসেন। তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আর নিহত সোহেলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

Comments are closed.