দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুর্গাপুরের কামাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। রাজশাহী নগরীর ভদ্রা মহাসড়কে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়ে বাবুল ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা পাওয়ারট্রিলার পথচারী কামালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কামাল হোসেন পেশায় প্রোল্ট্রি মুরগির ব্যবসায়ী ছিলেন। উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ী গ্রামের মোয়াজ্জেম আলির ছেলে সে।
নিহতের ছেলে মামুন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাবা সকালে জরুরী কাজে রাজশাহী শহরে যাচ্ছিলেন। ভদ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পাওয়ারট্রিলারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহায়তায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে।