রাজশাহীতে সাংস্কৃতিক সেবীদের প্রণোদনা চেক বিতরণ

0 ৪০৮

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:  করোনা ভাইরাসের কারণে রাজশাহীর জেলা কর্মহীন সাংস্কৃতিক সেবীদের মাঝে প্রণোদনা চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কতৃক আয়োজিত ও জেলা প্রশাসন,রাজশাহী এর ব্যবস্থাপনায় ৪৭ জন সংস্কৃতি সেবীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল।

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল রিফাত, স্টাফ অফিসার সুমন চৌধুরী,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান, রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারসহ অনান্য কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 

সভায় রাজশাহী জেলার কর্মহীন সাংস্কৃতিক কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪৭ জনকে মোট ৪ লাখ ৭০ হাজাট টাকার প্রণোদনা চেক বিতরণ করা হয়।

 

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব ধরণের মানুষের প্রতি নজর রাখেন। এই ১০ হাটার টাকা দেওয়া মানেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তা নয়। এটির মানে রাষ্ট্র আপনার পাশে আছে। আপনাদের পাশে থাকার প্রত্যয়।

 

Leave A Reply

Your email address will not be published.