রাজশাহীতে সানি হত্যা মামলার প্রধান আসামি সহ আরো গ্রেফতার ৩

২৬৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আলোচিত সানি হত্যায় মামলার প্রধান আসামি মঈন ওরফে আন্নাফ সহ আরো ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন প্রতাপ গ্রামের মেজবাহ উদ্দিন আহমেদ বিদ্যুতের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। সানি হত্যার পর তারা আত্মগোপনে চলে যায় এবং দেশের বাইরে পালানোর চেষ্টা করেছিল। তবে তার আগেই র‌্যাব-৫ তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন মঈন ওরফে আন্নাফ (২০) মোসাঃ বিথী (৩০) ও তাদের সহযোগী হাবিবা কুমকুম ওরফে সাবা ঐশী (১৯)।
শুক্রবার বিকেলে র‌্যাব-৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনার র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

র‌্যাব-৫ এর অধিনায় জানান, আন্নাফের নেতৃত্বে একটি কিশোর গ্যাং পরিচালিত হতো। পূর্ব শত্র“তার জেরে ৩ জুলাই রাতে সানিকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে যায় আন্নাফ, সিফাত, সাবা ঐশী। ওই রাতেই রাজশাহী মহানগরীর হেতেমখান সবজি পাড়া এলাকাযর আন্নাফ তার আরো সহযোগীদের নিযয়ে একটি মসজিদের পাশের রাস্তায় সানিকে উপর্যপুরী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

পরবর্তীতে আন্নাফের মা বিথী রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত খান বাংলা রেস্টুরেন্টের মালিক মোঃ খোকনের সহযোগিতায় একটি মাইক্রোবাস ভাড়া করেন। সেই মাইক্রোতে করে তারা প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে গাজীপুর হয়ে কুড়িগ্রামে পালিয়ে যায়। কুড়িগ্রামে তারা বিদ্যুৎ নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় এবং সেই বাড়ি থেকে র‌্যাব এর একটি টিম তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সানি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

সানি হত্যা মামলায় আসামিরা হলেন, মঈন ওরফে আন্নাফ, তার মা রাজশাহী মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথী, সিফাত, রাহিম, সোহরাব খান লাল, শাহী, শিউলি ও অনিম। এর বাইরে অজ্ঞাতনামা আরও অন্তত ৯ জনকে একই মামলায় আসামি করা হয়।

এরআগে ৬ জুলাই একই মামলায় শাহীকে (১৯) ঢাকা মহানগরীর শ্যামলী থেকে এবং রাহিমকে (১৯) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব-৫। শাহী রাজশাহী নগরীর হেতেমখান এলাকার শফিকের ছেলে এবং রাহিম একই এলাকার মৃত সোহেলের ছেলে। অপর দিকে ৫ জুলাই আনিম (১৮) নামে অপর এক আসামিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।

Comments are closed.