নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: অক্সিজেন সিলিন্ডারের স্বাভাবিক জনগণ দিবে না, শুধুমাত্র নিজ কোম্পানীর নয় সকল কোম্পানির সিলিন্ডার রিফিল করতে হবে, ২৪ ঘন্টা রিফিল এর ব্যবস্থা চাই, দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায়, রাজশাহীর ৮০ দশকের ছাত্র সংগ্রাম পরিষদ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় সাবেক রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক রাকসু ভিপি রাগিব আহসান মুন্ন, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম সেন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন।