রাজশাহীতে ৪র্থ দিনের মত খাবার বিতরণ করলো আইএইচসিআরএফ

0 ২৫৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ) করোনাকালীন দূর্যোগে রাজশাহী নগরীতে দুস্থদের মাঝে ৪র্থ দিনের মত খাবার বিতরণ করেছে।

বুধবার দুপুরে (৭ জুলাই) রাজশাহী অনুরাগ কমিউনিটি সেন্টার এলাকায় থেকে আরাম্ভ করে রাজশাহী ভদ্রার লেগ চত্বরে ২৫০ জন পথশিশু ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন তারা ।

আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন আল্লাহ পাক আমাদেরকে যতোদিন দেওয়ার তৌফিক দান করবেন ততোদিন আমরা ইনশাআল্লাহ দিবো।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গনকন্ঠ রাজশাহী ব্যুরো প্রধান মোঃ লিয়াকত হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন রাজশাহীর প্রতিনিধি, বৈশাখী টেলিভিশনের ফটো সাংবাদিক মোঃ মুসফিকুর রহমান, অনুরাগ কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী কাজী আসাদুর রহমান টিটু, দৈনিক উপচারের স্টাফ রিপোর্টার আজগর আলী সাগর,দৈনিক উপচারের স্টাফ রিপোর্টার নাইম হোসেন, দৈনিক উপচারের শিক্ষানবিশ মোছাঃ সোনিয়া খাতুন

এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) সহ-সভাপতি মুহাইমিন আল রাজি, আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক মাসুদ আলম খান, দপ্তর সম্পাদক রাশেদুল হাসান রাসেল, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, বিশিষ্ট সমাজসেবক খালেকুল আলম পল্টু, সহ-প্রচার সম্পাদক আখতার হোসেন হীরা, মোঃ মাহাতাব আলী,আরিফুল ইসলাম , জালাল আহমেদ, সামিউল ইসলাম সামু, টফি,সজল হোসেন, মেহেদী আল মারুফ,জিতু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.