রাজশাহীর কালেক্টরেট স্কুলে কম্পিউটার প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা পারভীন, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক গৌতম সিংহ, স্কুলের সহকারী শিক্ষক মামুন অর রশীদ, আরজেপি প্রেসিডেন্ট তারেক আবরার ও পাবলিক রিলেশনস সেক্রেটারি ইশতিয়াক আহমদ আনান। কর্মশালা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিএসই শিক্ষার্থী মো: ইসফার হোসেন ও রুয়েট সিএসই শিক্ষার্থী ইমরান হাসান।
আরজেপি’র উদ্যোগে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগিতায় রাজশাহীতে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে প্রোগ্রামিং কর্মশালা। এরই অংশ হিসেবে রিভার ভিউ কালেক্টরেট স্কুলে উক্ত আয়োজন সম্পন্ন হয়। কর্মশালা শেষে অনুষ্ঠিত কুইজের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আরজেপি হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।