রাজশাহী অফিস : আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিচ ইয়াবা ও রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি নীল রঙের ১৫০ সিসি সুজুকি জিকসার মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত ব্যক্তিরা হচ্ছেন মোঃ গোলজার হোসেন (৩৫) ও তার কথিত স্ত্রী মোসাঃ রাফিয়া খাতুন (২৫)।
মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ধৃত আসামীদের ২৫০০ পিচ ইয়াবাসহ আটক করে। আনুমানিক মূল্য ৩,৭৫,০০০/-(তিন লক্ষ পঁচাত্তর হাজার) টাকা। আটককৃত গোলজার হোসেন নিজেকে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের একজন চাকুরিচ্যুত সদস্য বলে জানায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.