দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। রোববার রাত পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেয়র তোফাজ্জল হোসেনের ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
মেয়র তোফাজ্জল হোসেন দীর্ঘ দিন থেকে শারীরিক নানা রোগে ভুগছিলেন। দেশ ও দেশের বাইরে একাধিকবার চিকিৎসা নিয়েছেন। গত কয়েকদিন আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেয়া হয়। রোববার রাত পৌনে ১১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র তোফাজ্জল হোসেন।
দুর্গাপুর পৌরসভার মেয়র হিসেবে পরপর তিনবার নির্বাচিত হন তোফাজ্জল হোসেন। দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি একবার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি।
এদিকে, মেয়র তোফাজ্জল হোসেনের মৃত্যুর খবরে পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.