স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসে স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার ।
মতবিনিময় সভায় উপপ্রেস সচিব সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ শুনেন এবং প্রধানমন্ত্রীর জনসভায় সাংবাদিকদের মিডিয়া কভারেজের জন্য প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিতকরণের আশ^াস প্রদান করেন।
এ মতবিনিময় সভায় আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানসহ স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।