রাজশাহীর ৬ টি আসনের প্রার্থী ও নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনী জনসভা

0 ৮৬

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬ টি আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বাংলাদেশ আ’লীগ নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকাল ৩ টা থেকে ভার্চুয়াল নির্বাচনের জনসভা উপলক্ষে ৫ জেলা ও ১ টি উপজেলার এই জনসভা হয়।

তারই অংশ হিসেবে রাজশাহীর ৬ টি আসনের আ’লীগের মনোনীত নৌকা প্রতিক ও প্রার্থীদের নিয়ে  রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই ভার্চুয়ালি জনসভা করেন। রাজশাহী জেলা ও মহানগর আ’লীগের আয়োজন রাজশাহীর নেতাকর্মীদের নিয়ে এই  নির্বাচনী জনসভা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তার জাহান,  জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক ও রাজশাহী -৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আসনে শাহরিয়ার আলম, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী (ওয়ার্কাস পার্টির)  ফজলে হোসেন বাদশা,
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাঘমারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কালাম আজাদ, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিতা খাতুন, রাজশাহী- ৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,
সাধারণ সম্পাদক ডাবলু সরকার, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদসহ রাজশাহী জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.