রাজশাহীসহ ৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

0 ১৭৪

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ ৫ সিটি করর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ জুন খুলনা ও বরিশালে ও ২১ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় জানানো হয়,আগামী জাতীয় নির্বাচনে সংসদীয় ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে।

গতকাল সোমবার দুপুরে নির্বাচন ভবনে কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব

Leave A Reply

Your email address will not be published.