রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়া কর্তৃক পুঠিয়ায় শীত বস্ত্র বিতরণ

0 ৪৯৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ‌‌‌‌‌”মানবতা যেখানে বিপন্ন আমাদের হাত সেখানে প্রসন্ন” শ্লোগানে সেচ্ছাসেবী সংগঠন রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়া কর্তৃক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ হাজী সুলতান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী কমিউনিটি ইন সাউথ করিয়ার।

এ সময় ২১০ জন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সভাপতিত্ব করেন রাজশাহী কমিউনিটি ইন সাউথ করিয়ার সাধারন সম্পাদক মোঃ মহিরুল ইসলাম মহির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, পুঠিয়া কারিগরি কলেজের প্রভাষক মোহাম্মদ বজলুর রশিদ, ছোট সেনভাগ হাজি সুলতান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ আনোয়ার হোসেন, সমাজ সেবক মোঃ আবুল কালাম আজাদ, সমাজ সেবক মোঃ মকবুল হোসেন সহ অনেকে।

আর ভার্চুয়াল যুক্ত ছিলেন রাজশাহী কমিউনিটি ইন সাউথ করিয়ার সভাপতি মোঃ কামরুজ্জামান রাজীব, ক্রীড়া সম্পাদক, মোঃ মোবারক হোসেন, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজশাহী কমিউনিটি ইন সাউথ করিয়ার সহ-অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.