রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়া নির্বাচনে সভাপতি নূর হোসেন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা নির্বাচিত

0 ১০২

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ কোরিয়া জনপ্রিয় সামাজিক সংগঠন রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়া (আর সি এস কে) চতুর্থতম নির্বাচনে সভাপতি হিসেবে মোঃ নূর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল রানা কে নির্বাচিত হয়েছেন।
দক্ষিণ কোরিয়া অনলাইনের মাধ্যমে চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রায় ৪২ জন সদস্য ভোট প্রদান করেন সভাপতি হিসেবে হাড্ডাহাড্ডি লড়াই করে মোঃ নুর হোসেন নূর কে এগিয়ে থাকায় নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল রানা নির্বাচিত হন।
আর সি এস কে চতুর্থ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান রাজিব রাজ সহকারী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক মহিরুল ইসলাম মহির এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান আরও উপস্থিত ছিলেন সমাজসেবক দক্ষিণ কোরিয়ার পরিচিত মুখ আজিজ ভাই। আরো উপস্থিত ছিলেন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) এর সভাপতি মিরাজ আহমেদ।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য নিবেদিত থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান ।
আর সি এস কে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কর্মকাণ্ডে পরিচালিত হবে।

Leave A Reply

Your email address will not be published.