রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0 ২৮০

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ৭ মার্চ মঙ্গলবার সকাল ১০:০০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের প্রধান কার্যালয় চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নিরীক্ষা,হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন,প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম,বিভাগীয় মহাব্যবস্থাপক রাজশাহী মোঃ আতিকুল ইসলাম,প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিভাগীয় কার্যালয় রাজশাহী,

বিভাগীয় নিরীক্ষা কার্যালয় রাজশাহী, প্রশিক্ষণ ইনস্টিটিউট,এসইসিপি রাজশাহী স্থানীয় মুখ্য কার্যালয় রাজশাহী এবং জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়,রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীগণসহ রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) বঙ্গবন্ধু পরিষদ,অফিসার্স এসোসিয়েশন ও অফিসার্স ফোরমের নেতৃবৃন্দ।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.