রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৬২তম সভা অনুষ্ঠিত

0 ১১৯

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৬২তম সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ের বোর্ড রুমে  রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ এর উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ;

প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: মোঃ আব্দুল হাই সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব হোসেন অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে রাকাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক-কে অবসরজনিত বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা জানানো হয়।

সভায় ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave A Reply

Your email address will not be published.