রাজশাহী চারঘাট উপজেলা জামায়াতের ২৮ শে অক্টোবরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: আজ ২৮/১০/২৪ সোমবার,বিকাল ০৪.০০ ঘটিকায় রাজশাহীর চারঘাট উপজেলার,চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৮শে অক্টোবর ২০০৬ সালে দেশব্যাপী আওয়ামী লগি বৈঠার তান্ডবে শহীদ ও আহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা সেক্রেটারি অধ্যাপক জনাব মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায়,আলোচনা সভার সভাপতি উপজেলা আমীর মাস্টার জনাব মোঃ আবুল কালাম আজাদের উদ্বোধনী ভাষণের পর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অধ্যক্ষ মোঃনাজমুল হক,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জনাব মোঃ কামারুজ্জামান,জেলা জামায়াতের অফিস ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ শোয়েব আলী, জেলা শিবিরের সভাপতি জনাব মোঃরুবেল আলী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোঃশফিকুল ইসলাম,চারঘাট উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানা,চারঘাট উপজেলার সকল ইউনিয়ন জামায়াতের আমীর ও সভাপতি বৃন্দ, পৌরসভার আমীর ও সেক্রেটারি সহ সকল সহযোগী সংগঠন এবং ছাএশিবিরর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ। সম্মানিত অতিথিবৃন্দ অবিলম্বে দেশব্যাপী ২৮শে অক্টোবর ২০০৬ সালে আওয়ামী লগি বৈঠার তান্ডবে শহীদ ও আহতদের জন্য রাষ্ট্রীয় বিশেষ কমিশন গঠন করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।এছাড়া উক্ত ঘটনায় জড়িত সকল আওয়ামীলীগের খুনী ও সন্ত্রাসীদের বিচার এর ব্যবস্থা করে রায় কার্যকরে এগিয়ে আসার আহবান জানান।শহীদদের ও আহতদের জন্য দোয়া করা হয়।অতিথি বৃন্দ উক্ত আয়োজন সাফল্য মন্ডিত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে সাংবাদিক ও প্রশাসনের সংশ্লিষ্ট দের ধন্যবাদ জানান। পরিশেষে চারঘাট উপজেলাবাসী কে এমন সফল আয়োজনের জন্য উপজেলা জামায়াতের পক্ষ হতে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা হয়।