নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভের রাত পর্যন্ত রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানায় ১ জন, পুঠিয়া থানায় ১ জন, বাঘা থানায় ১ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। পুঠিয়া থানা পুলিশ মোঃ রুবেল (৩৬) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ মোঃ সুমন ইসলাম (২০) কে ১০০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.