রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

0 ২১৯

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় এনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের জানাযা নামাজ বৃহস্পতিবার বাদ যোহর খোজাপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, কার্যনির্বাহী সদস্য আশরাফ, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলী, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, সহ-সভাপতি বাবর আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য, এনামুল হক বুধবার দিবাগত রাত সাড়ে চারটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।#

Leave A Reply

Your email address will not be published.