পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন পুঠিয়া নির্বাচনে লুৎফর রহমান সভাপতি ও কয়েকবার নির্বাচিত আব্দুর রহমান পটল সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে আপত্তির কারণে বৃহস্পতিবার ভোট পুনঃ গননার পর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দিন আহম্মেদ এর উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম ফারুক এই ফলাফল ঘোষণা করেন।
অনান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আঃ রশিদ, কোষাধ্যক্ষ কেএম শাহিন, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক রাজু খান, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যকারী সদস্য ১ম আঃ রাজ্জাক দেওয়ান, ২য় আনোয়ার হোসেন ও ৩য় মনিরুল ইসলাম।
সভাপতি প্রার্থী লুৎফর রহমান ৫১৫ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আলম ৩২৬ ভোট পেয়েছে।
সধারণ সম্পাদক প্রার্থী কয়েকবার নির্বাচিত আব্দুর রহমান পটল ৬১০ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম ৫৮৪ ভোট পেয়েছে।
জানা গেছে, রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নে মোট ১৪২৪ ভোটার ভোট প্রদান করেন।
উল্লেখ, সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন, সড়ক সম্পাদক পদে ২ জন, কার্যকারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post