স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর দারুস সালাম কামিল মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) কোর্ট এলাকায় দারুস সালাম কামিল মাদরাসা প্রঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে দারুস সালাম মাদরাসার পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মাহে রমজান সিয়ামের মাস । আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। মৃত্যুর পর আরো একটি জীবন আছে, সেই জীবনটি আরো অনেক বড়। তাই সেই জীবনের জন্য আমাদের তৈরী হতে হবে । মহানবী (সা.) বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি; একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। আল্লাহ তাআলার নির্দেশ- তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো।
এই ইফতার মাহফিলের মাধ্যমে সকলে একত্রিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
স্মার্ট বাংলাদেশ গড়তে এই দারুস সালাম কামিল মাদরাসার শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আমার ও রাজশাহী জেলা পরিষদের জন্য দোয়া করবেন। আমি যেন জেলা পরিষদের উন্নয়নের ধারা অব্যহত রেখে আরো গতিশীল করতে পারি।
পরিশেষে তিনি বলেন, এই মাদরাসার উন্নয়নের জন্য যে সকল দাবি রাখা হয়েছে, সেগুলি আমার জেলা পরিষদ বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাল্লাহ।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শফিকুল রহমান বাদশা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার সভাপতি মোরশেদ মনজুর হাসান সহ একালার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।