স্টাফ রিপোর্টার : রাজশাহীর স্বনামধন্য,অন্যতম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় কলেজ,নিউ গভঃ ডিগ্রী কলেজে জাসদ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত।
সোমবার (০৮ মে) রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে অডিটোরিয়াম রুমে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত এবং কমিটি গঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহমেদ হিমেল।
কাউন্সিল সভা সমন্বয় করেন মহানগর ছাত্রনেতা সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আমিরুল কবির বাবু।
কাউন্সিলে মেহেদী হাসানকে সভাপতি ও কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন,রাকিন রায়হান সৌমিক মোঃ মানিক হোসেন,মোস্তাফিজ,মোঃ ফিরোজ হাসান ও মোঃ সাদমান সিয়াম।
কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহানগর জাসদের সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সাইফুল ইসলাম,সাবেক ছাত্রনেতা সাজন ইসলাম প্রমুখ।