আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসে (পিআইডি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র অংশ হিসেবে সুশাসন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ে অংশীজনের দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পিআইডি রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে সাংবাদিকবৃন্দ পিআইডি রাজশাহীর বিভিন্ন সেবা ডিজিটাইজেশন, যুগোপযোগীকরণ, স্থিরচিত্রের সঙ্গে ভিডিও ফুটেজ প্রেরণ, বিভিন্ন সংবাদ ও ভিআইপিগণের কর্মসূচিগুলো আগেভাগে সরবরাহের বিষয়ে পরামর্শ প্রদান করেন।
Comments are closed.