রাজশাহী-পুঠিয়ার শিলমাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

0 ১২৯

এএস সুমন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের ৯ নং ভরতমাড়িয়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

গত ১৩ নভেম্বর বিকাল ৪ ঘটিকা’য় শিলমাড়িয়া ভরতমাড়িয়া মাদ্রাসা মাঠে মোঃ বাবুল রহমান, সভাপতি,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শিলমাড়িয়া ইউনিয়ন এর সঞ্চালনায় ও মোঃ আব্দুল আজিজ সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলমাড়িয়া ইউনিয়ন সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম মুর্তজা সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও মোঃ আহমাদ উল্লাহ, সুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মাও: মনজুর রহমান, পুঠিয়া জামায়াতের উপজেলা আমীর।

উক্ত সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি মোঃ গোলাম মুর্তজা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা , বিশেষ অতিথি আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলার মাও. মো.আহমাদ উল্লাহ, সুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা,মোঃ আব্দুল আজিজ সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী শিলমাড়িয়া ইউনিয়ন প্রমুখ।

প্রধান অতিথি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে চায় ,যে দেশে একজন কর্মী হবে সৎ দক্ষ এবং যোগ্য সেই যোগ্য মানুষদের নিয়েই এই দেশ সমৃদ্ধ শক্তিশালী দেশ হিসেবে গোটা বিশ্বের সামনে উপস্থাপন করতে যায়। বাংলাদেশ জামাতে ইসলাম যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত।স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে,বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে – জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।

Leave A Reply

Your email address will not be published.