
এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম মোজাম্মেল হক রাজশাহীর আইনজীবীদের মাঝে অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদানে তাঁর অবদান রাজশাহীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুম মোজাম্মেল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আইনজীবী মো: মোজাম্মেল হক আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দু’দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Comments are closed.