রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সোনাদিঘিতে নির্মাণাধীন বহুতল ভবন ‘সিটি সেন্টার’ এর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগর সভপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় উপস্থিত ছিলেন এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার মোঃ আশরাফুল হক, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান ডালিম, এনা গ্রুপের রিজিওন্যাল ডাইরেক্টর সারোয়ার জাহান, চীফ ইঞ্জিনিয়ার সুলতানুল ইমাম, প্রজেক্ট ম্যানেজার জগলুল হক, বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, এনা গ্রুপের জনসংযোগ কর্মকর্তা জিল্লুর রহমান।
Comments are closed.