রাজিবপুর উপজেলার ৮হেক্টর জমিতে মাছ উৎপাদনে শুভ উদ্বোধনকালে মাছেভাতে বাঙ্গালী প্রতিমন্ত্রী জাকির হোসেন

0 ৩৭৪

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মাছ উৎপাদনের লক্ষে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা মৎস অফিসের উদ্বেগে ১২ মন মাছের পোনা ছাড়ার সময় প্রতিমন্ত্রী জাকির হোসেন উপস্তিত ছিলেন। রাজিবপুর উপজেলার মরিচাকান্দী জ্বালচেরা বাধেঁর পশ্চিম পাশে ৮ হেক্টর জমির জ্বলে এই পোনা ছাড়া হয়।

মাছ উৎপাদনের লক্ষে পোনা ছাড়া শুভ উদ্বোধনকালে গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন মাছেভাতে বাঙালী। মাছ চাষে আগ্রহী হতে সবাই উৎসাহী করেন তিনি। সরকার সবসময়ই কৃষকের পাশে রয়েছে এবং থাকবেন এছাড়াও কৃষকদের বিভিন্নভাবে প্রনোদনা দিচ্ছেন সরকার। যাতে করে কৃষকরা লাভমান হয় সেজন্য সরকার পাশেই থাকবেন।

এসময় প্রধান অথিতি হিসাবে গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন,বিশেষ অথিতিরা হলেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা নবিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার ও বীর মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুল ইসলাম। মৎস্য সমিতির সভাপতি আঃ ছামান, সাধারন সম্পাদক বাবুলসহ আরো অনেকেই।

Leave A Reply

Your email address will not be published.