রাতভর কার সঙ্গে পার্টি করলেন সারা?

0 ৪৬৩

বলিউড অভিনেত্রী সারা আলী খান প্রিয় মানুষের সঙ্গে রাতভর পার্টিতে মজেছিলেন। এ অভিনেত্রীর প্রিয় মানুষ অন্য কেউ নন, তিনি হলেন দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবারাকোন্ডা।

 

বিজয়-সারার সঙ্গে ছিলেন প্রযোজক করণ জোহর, চার্মি কৌর, পরিচালক পুরী জগন্নাথ, ডিজাইনার মনীশ মলহোত্র। দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রযোজক চার্মি।

 

ছবিতে দেখা যায়, গোলাপি রঙের জ্যাকেট এবং ট্র্যাক প্যান্ট পরেছেন সারা আলী খান। বিজয় পরেছেন সাদা শার্ট। চার্মি ক্যাপশনে লিখেছেন, শিল্প যখন শিল্পীদের একসঙ্গে আনে, তখন বিষয়টি এ রকম দেখতে লাগে।

 

সারা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘কুলি নাম্বার ১’। তার পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই।

 

Leave A Reply

Your email address will not be published.