রানীনগরে প্রতিবন্ধী চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই

0 ১,২৬৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রানীনগর  উপজেলার আতাইকুলা গ্রামের রাস্তার খাদ থেকে বিপ্লব চন্দ্র সাহা(২৫) নামে এক প্রতিবন্ধী চার্জার ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত বিপ্লব নওগাঁ পৌর এলাকার সুলতানপুর মহল্লার বিজয় চন্দ্র সাহার ছেলে।
রানীনগর থানার ওসি  মোস্তাফিজুর রহমান জানান,  বিপ্লব শনিবার রাতে তাজের মোড় থেকে কয়েকজন যাত্রীকে নিয়ে আত্রাই উপজেলার কালিকাপুর এর পথে রওনা হন। রাতে সে আর বাড়ি ফেরেনি। পরদিন রোববার সকালে ওই স্থানে তার গলাকাটা লাশ পাওয়া যায়। তার চার্জার ভ্যানটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায় নওগাঁ সদরের খিদিরপুর গ্রামে।ওই ভ্যানের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দূবৃর্ত্তরা।
ধারনা করা হচ্ছে ও্ই চার্জার ভ্যানটি ছিনতাইয়ের জন্য বিপ্লবকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোন  কারন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি  মোস্তাফিজুর রহমান।
এ ব্যাপারে রানীনগর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com