রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উন্নয়ন ও সংস্কৃতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ জুন) সকাল ১১টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহযোগিতায় এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক আবু ছালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।
টিএসসিসি’র পরিচালক ড. মো. আরিফ হায়দারের সভাপতিত্বে এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাবি ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. মাহবুবর রহমান।
Comments are closed.