রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মকর্তাদের শেষ হয়েছে। প্রশিক্ষণের চারটি সেশনে যথাক্রমে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লা, তথ্য অধিকার সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক পারভেজ রায়হান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা সম্পর্কে এদিন বুধবার সকাল ৯:৩০ মিনিটে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক আ. ত. ম. আব্দুল্লাহহেল বাকী বক্তৃতা দেন। প্রশিক্ষণে প্রায় ২২০ জন কর্মকর্তা অংশ নেয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও রেজিস্ট্রার রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামসহ কয়েকজন অংশগ্রহণকারী বক্তব্য রাখেন। পরে রেজিস্ট্রার অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন।
প্রসঙ্গত, ১৯ মার্চ অপরাহ্নে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান। সেখানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম বক্তব্য রাখেন। সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।