রাবিতে ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে বাবা টয় ব্যান্ডের প্লাস্টিক সিইএম ইন্ডাষ্টি লিঃ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ক্লাবের আহবায়ক প্রফেসর ড. জি.এম শফিউর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এস এম আনসারুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. নাঈম ফারুকী, প্রফেসর ড. আব্দুল মতিন, শিল্পপতি রেজাউলন করিম সহ অনেকে। সমন্নয়ক ছিলেন ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান। অনুষ্ঠানে মতবিনিময় সভায় শিক্ষার্থীরা অংশগ্রহণ ছিলেন।

Comments are closed.