রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারঘাট উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণব আল মামুনকে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী মোস্তফা হোসেন সিজারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।
সোমবার (৬ মার্চ) সকালে ২৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি এই নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নতুন সহ-সভাপতি শাফিন মোস্তারি মিম, মুন্না বাপ্পি ও মানিক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন হাসান, মাহফুজা মৌ, ফাতেমা আশরাফি ও আল আমিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সোয়েব হাসান,
আয়েশা সিদ্দিকা ও আতিকুর রহমান, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, প্রচার সম্পাদক আবু সাইদ, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক সুশান্ত সাহা, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা ইয়াসমিন।
কমিটির অন্য সদস্যরা হলেন রোকনুজ্জামান বিজয়, মিথিলা খাতুন, মাহমুদ হাসান, সাব্বির আরাফাত, আমান আলী।